ওমানে চুরির অপরাধে দুইজন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। রবিবার আরওপি কর্তৃক অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে: “বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড একটি দোকান থেকে অর্থ চুরি ও নাশকতার অপরাধে দুইজন প্রবাসীকে গ্রেফতার করেছে। আটককৃতরা এশিয়ান নাগরিক। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”