ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৮৫২ জন ব্যক্তিকে সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ৪৮৪ জন প্রবাসী এবং ৩৬৮ জন ওমানি নাগরিক। সর্বমোট আক্রান্ত ২৭,৬৭০ জন, সুস্থ হয়েছেন সর্বমোট ১৩,৯৭৪ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ৬জনের মৃত্যু সহ মোট মৃত্যু ১২৫ জন।
এদিকে ওমানের আল আমরাত অঞ্চলে বৃহস্পতিবার করোনা রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ্লিকেশন তারাসুদে প্রকাশিত তথ্য অনুসারে: ওমানের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকে আল আমরাতে রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্ত রোগীর সংখ্যার দিক দিয়ে এখন মাস্কাটের সিব অঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সিব অঞ্চলে বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী নতুন করে করোনা রোগীর সংখ্যা ২৩৭ জন। মোট রোগীর সংখ্যা ছয় হাজার ৫১১ জন। বৌসারে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১৭৭ জন। মাতরাহতে মোট করোনা রোগীর সংখ্যা ছয় হাজার ৬২ জন।