ওমানের জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবেও গত মাস থেকে এখন পর্যন্ত নতুন ওয়ার্ক পারমিটের জন্য প্রায় ৮৫০টির বেশি আবেদন জমা পরেছে। রবিবার মন্ত্রণালযয়ের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক সংবাদে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে: “মে মাসে মন্ত্রণালয় ওমানের সকল এলাকায় প্রায় ৮৬৩টি আবেদন গ্রহণ করেছিলো।” নতুন আবেদনের মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থায় ওয়ার্ক পারমিটের জন্য অনুরোধ করেছে ৪৪৭ জন ও ব্যক্তিগত অনুমতি পরেছে ৪১৫ জন।