আগামী ১৫ জনু থেকে রয়েল ওমান পুলিশ (আরওপি) দেশটির সকল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা শুরু করবে। আরওপি-র অনলাইন জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, “রয়্যাল ওমান পুলিশ ওমানি ড্রাইভিং প্রশিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সোমবার, ১৫ ই জুন থেকে শুরু হবে।”
আরও পড়ুনঃ ওমানে পুনরায় লকডাউন, ট্রাক চালকদের নতুন নির্দেশনা
বিবৃতিতে আরো বলা হয়”১৪ জুন, রবিবার, ওমানের সকল ট্রাফিক বিভাগের সাথে যোগাযোগ করে করোনাভাইরাস প্রাদুর্ভাব সুপ্রিম কমিটির সকল নির্দেশনা মেনে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আরও দেখুনঃ সুলতান কাবুসের সেই রহস্যময় চিঠিতে কি লেখা ছিল?