ওমানে নানা কারণে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীরা দীর্ঘদিন যাবত অপেক্ষায় রয়েছে ওমান সরকারের পক্ষথেকে সাধারণ ক্ষমা/আউটপাশের জন্য। অনেকেই অসহায় প্রবাসীদের এই দুঃসময়ে আউটপাশের ব্যাপারে নানা গুজব সৃষ্টি করছে ওমান কমিউনিটির মাঝে। সম্প্রতি ওমান প্রবাসীরা আউটপাশের ব্যাপারে দূতাবাসের সামনে বিক্ষোভ করে এবং বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমতাবস্থায় ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে সকল ওমান প্রবাসীদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যা নিম্নে তুলে ধরা হইলো:
ওমানে বাংলাদেশ দূতাবাস গত ১০-জুন (বুধবার) প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, ওমানে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা বিনা জরিমানায় নিজে দেশে ফেরার বর্তমানে কোনও সুযোগ পাচ্ছে না। বেশ কিছুদিন থেকে দূতাবাস ওমানের মহামান্য সুলতানের নিকট সাধারণ ক্ষমার আবেদন জানিয়ে আসছিলো। এছাড়াও ওমান সরকারের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত ওমানের মহামান্য সুলতান ওমানে বসবাসরত অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেননি। এমতাবস্থায় ওমানে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা বিনা জরিমানায় দেশে ফেরত পাঠানোর সুযোগ বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশ সরকারের হাতে নেই।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়ে ও নানা প্রকার মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রচার করে বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে। এ ধরনের কাজ ওমান সরকারের নজরে আসলে একদিকে যেমন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। অন্যদিকে ওমানে বসবাসরত বাংলাদেশিদের জীবিকার ওপর প্রভাব পড়বে। তই ওমানে বসবাসরত সকল সচেতন বাংলাদেশি নাগরিক, কমিউনিটি নেতৃবৃন্দ ও বাংলাদেশি সংগঠনগুলোকে যথাযথ ইতিবাচক প্রচারণার মাধ্যমে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুনঃ ওমানে করোনা সুস্থতার হার দ্বিগুণ
তাছাড়াও সকল প্রকার ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ব্যবস্থাপক ও ব্যবহারকারীদের এই ধরণের প্রচারণায় নিরুৎসাহিত করে ইতিবাচক প্রচারণা করার আহ্বান জানানো হয়। করোনা-কালীন দুর্যোগের সময় বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে সহসাই করোনা পরিস্থিতির উন্নতি হবে এবং বাংলাদেশ ও ওমানের মধ্যে বিমান চলাচল শুরু হলে বৈধভাবে কর্মরত বাংলাদেশিরা নির্বিঘ্নে দেশে আসা-যাওয়া করতে পারবেন।
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ