ওমানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। শুক্রবার রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমানের নিউজে এই খবর প্রচার করা হয়েছে। এতে বলা হয়েছে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ পাচারের সময় দুইজন প্রবাসীকে গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা কোন দেশের নাগরিক সে বিষয়ে না বললেও তারা এশিয়ান নাগরিক এটা বলা হয়েছে টাইমস অব ওমানের খবরে।
আরও পড়ুনঃ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী সহ নিহত চার
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) অনলাইনের এক বিবৃতিতে বলেছে যে, “প্রায় ২৮কেজি মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ সমুদ্র পথে পাচারের সময় দুইজন প্রবাসীকে গ্রেফতার করে দক্ষিণ আল-বাতিনা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।“