আগামী ২০ জুন শনিবার লন্ডনের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলো ওমান এয়ার। বুধবার ওমান এয়ারের এক বিবৃতিতে বলা হয়, “ওমান এয়ার ২০ জুন শনিবার মাস্কাট থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বুকিং বা যেকোনো তথ্যের জন্য নিম্নের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ওমান এয়ারের পক্ষথেকে +96895951000 অথবা Tawfeeq.ali@omanair.com ইমেল করুন।”