মহামারী করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির আইন অমান্যের কারণে ওমানের মুসান্দাম থেকে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মঙ্গলবার আরওপি-র অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “মুসান্দাম প্রদেশের পুলিশ সদর দফতর একটি বাড়িতে জামাকাপড় বিক্রি করার অপরাধে একজন প্রবাসীকে আটক করা হয়েছে। এছাড়াও এসময় বেশ কয়েকজন নাগরিককে কাপড় সংগ্রহ ও কেনার জন্য আটক করা হয়েছে। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করায় আটককৃতদের জরিমানা করা হয়েছে।”
আরও পড়ুনঃ ওমানে করোনায় এক কমিউনিটি নেতার মৃত্যু
এদিকে ওমানে করোনায় আক্রান্ত হয়ে আজ একদিনেই ৯ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৫৭৬ জন নতুন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬৭ জন প্রবাসী এবং ২০৯ জন ওমানি নাগরিক। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৭৯৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২,৮১২ জন এবং মৃত্যু ৫৯ জন। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষথেকে দেশটিতে বসবাসরত সবাইকে ওমান সুপ্রিম কমিটির নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।