ওমানে মহামারী করোনা আক্রান্তের সংখ্যা সামনে আরও বাড়বে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী। শনিবার ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, সামনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে ৪০০ থেকে ৮০০ পর্যন্ত আক্রান্তের সংখ্যা। এসময় মন্ত্রী আরও বলেন, এতো সতর্কতা সত্ত্বেও, পবিত্র রমজান মাসে তারাবীহ নামাজ ও ইফতার করার জন্য অনেক লোক জমায়েত হয়েছিল। মন্ত্রী বলেন, ওমানে করোনা আক্রান্তের পর সুস্থতার সংখ্যা ২,৪০০ জন।
আরও পড়ুনঃ ওমানে বৃষ্টির কারণে বেড়েছে বিপজ্জনক সাপের উপদ্রব
এদিকে ওমানে গতকাল (শনিবার) নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ৬০৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে শনিবার নতুন আক্রান্তদের মধ্যে ৩৪৩ জন প্রবাসী এবং ২৬০ জন ওমানি নাগরিক। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১০,৪২৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২,৩৯৬ জন এবং মৃত্যু ৪২ জন।