ওমানের বুরাইমি অঞ্চল থেকে অসংখ্য প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। রবিবার ওমানের জাতীয় গণমাধ্যমের পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ওমানের বুরাইমি অঞ্চলে একটি জানাজা নামাজে জনসমাগম করার অপরাধে এদেরকে আটক করা হয়। ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের অপরাধে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমানে করোনা আক্রান্ত আরও বাড়বে- স্বাস্থ্য মন্ত্রী
ওমানে মহামারী করোনা নিয়ন্ত্রণে বেশ কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই পরিবারের সদস্য ব্যতীত একাধিক ব্যক্তি কোথাও একত্রিত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও জনসমাগম নিয়ন্ত্রণে ড্রোনের মাধ্যমেও অভিযান পরিচালনা করছে রয়্যাল ওমান পুলিশ। করোনা নিয়ন্ত্রণে দেশটির সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করলে মোটা অংকের জরিমানা সহ জেল ও হতে পারে।