ওমানে শাওয়ালের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৪-মে পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (এমইআরএ)। তবে কোভিড-১৯ মোকাবেলায় ও ঈদে জমায়েত রুখতে কঠোর অবস্থানে ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওমানজুড়ে বসবাসকারী সকল নাগরিকদের আবাসিক ভবন, অফিস স্থাপনাসহ সরকারী এলাকায় সর্বদা মাস্ক পরার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই নির্দেশনা না মানলে তাদের সর্বোচ্চ এক হাজার ৫০০ রিয়াল জরিমানা করা হবে। রয়েল ওমান পুলিশ (আরওপি) থেকে মেজর মুধর আল মাজরুই এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুনঃ ওমানে ১০ প্রবাসী গ্রেপ্তার
আল মাজরুই বলেন, ওমানের করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারী নিয়ে কাজ করা সুপ্রিম কমিটি জানিয়েছে এই সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। একই সাথে তাদের তালিকা প্রকাশ করবে সরকার। তিনি আরও বলেন, “যে সকল ব্যক্তি আবাসিক ভবন, অফিসসহ বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া চলাচল করবে তার ২০ রিয়াল জরিমানা করা হবে। তবে এই আইন যদি একমাসে আরও কয়েকবার ভঙ্গ করে তাহলে এই জরিমানার পরিমাণ এক হাজার ৫০০ রিয়াল পর্যন্ত বৃদ্ধি পাবে।