করোনাভাইরাস পরিস্থিতিতে ওমানে পরিচ্ছন্নতার কাজে প্রবাসী কর্মীদের নিয়োগ নিয়ন্ত্রণের নতুন সিদ্ধান্ত জারি করেছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি খাতে দেশটির আরও উন্নত করার লক্ষ্যে এই খাতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে প্রবাসী কর্মীদের নিয়োগে আগের তুলনায় আরও নিয়ন্ত্রণ করা হবে। জনশক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয় যে “সামাজিক বীমার জন্য পাবলিক কর্তৃপক্ষের (পিএসিআই) এর সাথে নিবন্ধিত এবং এসএমই হিসাবে নিবন্ধিত পূর্ণকালীন নিয়োগকারীরা প্রবাসীদের নিয়োগের অনুমতি পাচ্ছেন। তবে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত প্রবাসী কর্মীদের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও সরকারী প্রকল্পসমূহে ১০০ জনের বেশি নিয়োগ করা যাবে না। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত লঙ্ঘন করলে নিয়োগকর্তাদের ওপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন