ওমানে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বার্ষিক বেতন প্রদান করার সহযোগিতায় দেশটির বেসরকারি খাতের ওমানি কর্মচারীদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুসারে ওমানি কর্মচারীদের মজুরির ৩০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ কর্তন করা হবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ মোকাবেলার জন্য দেশটির সুপ্রিম কমিটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলির কর্মচারীদের বেতনভুক্ত বার্ষিক ছুটি নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী কোনো কর্মচারী বার্ষিক ছুটি নিলেও তিনি বেতন পাবেন। বেতন কর্তনের নতুন এই সিদ্ধান্ত আগামী তিন মাস বলবৎ থাকবে।