করোনাভাইরাস মোকাবেলায় অনেক ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে আক্রান্তের পরিমাণ মহামারি আকারে বৃদ্ধি পাচ্ছে না অন্যদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও স্থিতিশীল। তবে দেশটির কয়েকটি অঞ্চলের করোনার পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণহীন বা বেশি আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ওমানের রাজধানী মাস্কাট অন্যতম।
তাই করোনাভাইরাস মোকাবেলায় মাস্কাটের লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হয়েছে। আগামী ২৯শে মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ালো দেশটির সুপ্রিম কমিটি। এই লকডাউন মাস্কাটের পার্শ্ববর্তী অঞ্চল ও জালান বানী বু আলীর ক্ষেত্রেও প্রযোজ্য।