ওমানের ধোফার অঞ্চল সালালাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (পিএসিএ)। শুক্রবার পিএসিএ তার পূর্বাভাসে জানিয়েছে, উত্তর বাতিনাসহ ওমানের বেশ কয়েকটি অঞ্চলে ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওমানের বেশিরভাগ অঞ্চলেই শুক্রবার পরিষ্কার ও আংশিক পরিষ্কার ছিলো।
পিএসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ওমানের আলওয়াসতা, দক্ষিণ আসশারকিয়া, উত্তর বাতিনাসহ বেশকয়েকটি অঞ্চলে মাঝারি থেকে বড় আকারের ঝড় ও বৃষ্টিপাত হতে পারে। কিছু অঞ্চলে শিলাবৃষ্টি সহ ঝড় প্রবাহিত হবে। এছাড়াও মরুভূমি অঞ্চলে মাঝারি আকারে ঝড় প্রবাহিত হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে আলহাজর পর্বতমালার বিভিন্ন অংশে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে ও থেমে থেমে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ওমানে বাড়ছে সুস্থতার হার স্বস্তিতে নাগরিকরা
শনিবার ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা থাকবে যথাক্রমে: মাস্কাটে সর্বাধিক ৪০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৩০ ডিগ্রি সেলসিয়াস, সালালাহতে ৩৩ ডিগ্রি ও ২৮ ডিগ্রি, খাসাবে ৩০ ডিগ্রি ও ২৫ ডিগ্রি, সুরে ৪২ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি, ইব্রিতে ৪১ ডিগ্রি ও ৩০ ডিগ্রি এবং বুরাইমিতে ৪০ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি।