ওমানে করোনাভাইরাসের কোভিড-১৯ এ আক্রান্ত নতুন ৭৪ জনকে শনাক্ত করেছে আজ। যাদের মধ্যে ৩৫জন প্রবাসী এবং ৩৯ জন ওমানি নাগরিক। সবমিলিয়ে ওমানে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৪৮ জন এবং মৃত্যু ১০ ও সুস্থ হয়েছেন ৪৯৫ জন। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ বিন সাইফ আল হোসনি বলেছেন, “ওমানে করোনাভাইরাসের কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রণালয়। কোভিড-১৯ চিকিৎসায় আরো ১৮৭ টি ইন্টেন্সিভ কেয়ার বা নিবিড় পরিচর্যা বেডের প্রয়োজন, দেশে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আরো ইন্টেন্সিভ কেয়ারের দরকার। রোগীর দেখাশোনা করার জন্য এখন পর্যন্ত আমাদের যে ব্যবস্থা রয়েছে তা পর্যাপ্ত, তবে সংক্রামণ রোধে আমরা আরো সর্তক থাকতে চাই। যেন দেশ অতিদ্রুত এই ভাইরাস থেকে মুক্ত হতে পারে।”
আরও পড়ুনঃ ‘ওমান থেকে ফিরবে আরও ১৫০০ প্রবাসী’
এদিকে গতকাল বুধবার থেকে ওমানে কোভিড -১৯ নিয়ন্ত্রণে দেশটির প্রধান প্রধান পয়েন্ট ছাড়াও বিভিন্ন পয়েন্টে আগের থেকে নজরদারি আরো কঠোর করা হয়েছে বলে জানান ওমান রয়েল পুলিশ। তবে ওমানের অন্যান্য গভর্নর থেকে মাস্কাট ও মাতরাহ অঞ্চলে সবচেয়ে বেশি কঠোর করা হয়েছে বলেও জানান ওমান রয়েল পুলিশ।