মহামারী করোনার এই দুঃসময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। চলতি মাসে ওমান, সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়া সহ বেশকিছু দেশ থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে অবৈধ প্রবাসীদের দেশে ফেরত আনা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষথেকে।
এমতাবস্থায় ওমানে কিছু প্রবাসী দেশটিতে আউটপাশ দেওয়া হয়েছে এমন গুজব ছড়ালে আজ বৃহস্পতিবার ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দূতালয় প্রধান মোহাম্মদ নাহিদ ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতদ্বারা ওমান প্রবাসী সম্মানিত সকল বাংলাদেশী ভাই-বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওমান সরকার কোন “আউট পাশ”-এর ঘোষণা প্রদান করেনি। সুতরাং এ সংক্রান্ত কোন বিষয়ে কারও মাধ্যমে আপনারা বিভ্রান্ত হবেন না।” আউটপাশ সংক্রান্ত কোন ঘোষণা আসলে তা বাংলাদেশ দূতাবাস মাস্কাট থেকে সবাইকে জানানো হবে বলেও জানানো হয়।