ওমানে কোভিড -১৯ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে কঠোর নজরদারী শুরু করেছে দেশটির রয়েল ওমান পুলিশ। রয়েল ওমান পুলিশ তাদের এক বিকৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ মোকাবেলায় সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এই ভাইরাসের সংক্রামণ দেশে কিছুটা কমতি রয়েছে। এই ধারা যেনো অব্যাহত থাকে তাই রয়েল পুলিশ তাদের নজরদারী আরো কঠোর করেছে। দেশটির প্রধান প্রধান পয়েন্ট ছাড়াও বিভিন্ন পয়েন্টে আগের থেকে নজরদারি আরো কঠোর করা হয়েছে বলেও জানান ওমান রয়েল পুলিশ। তবে ওমানের অন্যান্য গভর্নর থেকে মাস্কাট ও মাতরাহ অঞ্চলে আরো বেশি কঠোর করা হয়েছে বলেও জানান ওমান রয়েল পুলিশ।
অনলাইন জারি করা এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, বুধবার সকাল ১১ টায় থেকে এই নজরদারী কঠোর করা হবে। মাস্কাটে কোয়ারেন্টেশন মেনে চলার প্রতি সকল নাগরিককে নির্দেশ দিয়েছে রয়্যাল ওমান পুলিশ।