কোভিড-১৯ সংক্রামণ মোকাবেলায় প্রায় এক মাসের অধিকসময় লকডাউন রয়েছে ওমান। ফলে বন্ধ রয়েছে দেশটির সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান। এভাবে চলতে থাকলে দেশটিতে দেখা দিতে পারে অর্থনৈতিক সংকট। এই সংকট মোকাবেলায় খুব শিগগিরই দেশটিতে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বল্প পরিসরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ওমানের গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে চলমান লকডাউন কিছুটা শিথিল করা হবে। দেশ যেনো অর্থনৈতিক সংকটে না পরে সেই জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই সরকার লকডাউন শিথিলের বিষয়টি অনুমোদন দিবে। পবিত্র রমজান মাসকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ ওমান সহ ১৬টি দেশের ফ্লাইট নিষেধাজ্ঞা আবার বাড়ল
এদিকে গতকাল (২৬ এপ্রিল) রবিবার ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ওসিসিআই) চেয়ারম্যান কায়স বিন মোহাম্মদ আল ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, ‘‘দীর্ঘদিন বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলে একটি দেশের অর্থনীতিতে ধস নেমে আসতে পারে। এছাড়াও ওমানে দীর্ঘ একমাস বন্ধ থাকার কারণে অবশ্যই অর্থনীতিতে এর প্রভাব পড়বে।” তিনি আরও বলেন, “দেশটির বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের জারি করা পেশাগত ও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে হবে।”
ওমানের অর্থনৈতিক খাতে সরবরাহের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছে দেশটির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন ও সংশ্লিষ্ট খাত সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ওসিসিআইয়ের চেয়ারম্যান কায়স বিন মোহাম্মদ আল ইউসুফ। তিনি ওমানে সীমিত আকারে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। কোভিড -১৯ চলাকালীন সময়ে দেশটির সরকারের কাছে এই আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।